বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর কাঁঠাল ছোট দেওয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে মাফি বেগম নামে ৬০ বছর বয়সী বোন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাফি একই এলাকার সৈয়দ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, বিকেলে কাঁঠাল নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন মাফি। পথে তার কাছে একটি কাঁঠাল চান চাচাতো ভাই আব্দুল আউয়াল। এ সময় তাকে ছোট একটি কাঁঠাল দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন আউয়াল। বড় কাঁঠাল না পেয়ে সঙ্গে থাকা লাঠি দিয়ে মাফিকে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মাফি মারা যান।
বন্দর থানার ওসি (তদন্ত) মহসীন বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।