বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে বার্টিকেল পরিস্কারের সময়ে গ্যাস থেকে আগুন ছড়িয়ে পরে এতে ৫ জন দগ্ধ হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মদনগঞ্জে এই ফ্যাক্টরীতে ঘটনা ঘটে।
তাদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ওসি ফখরুউদ্দিন জানান, আজ দুপুরে মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে মেশিন পরিস্কার করা সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দগ্ধ হওয়া ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত শেষে বিস্ফোরণের সূত্রপাত বলতে পারবো।