বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নারায়ণগঞ্জ জেলা গেয়েন্দা(ডিবি) ও বন্দর থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে থানার স্বল্পেরচক এলাকার হাজী আব্দুল লতিফ মৃধার ছেলে মিজানুর রহমান মিজান(৪৫) ও নবীগঞ্জ এলাকার মোঃ আমানুল্লাহ মিয়ার ছেলে মোঃ রাজিব(৩২)। সোমবার দুপুরেই পুলিশ মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু করে এদেরকে আদালতে প্রেরণ করে। যার নং-৪৩(৭)১৬ ও ৪৪(৭)১৬।

