বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শহীদ মিনারের ফুল নেয়াকে কেন্দ্র করে পিয়েল(২০)নামে এক নিরিহ শ্রমিককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটে যুবকরা। মঙ্গলবার সকাল ১১টায় সমরক্ষেত্রের প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে। আহত পিয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পিয়েল থানার ছালেনগর এলাকার আফজাল মিয়ার ছেলে। এ ঘটনায় বন্দর থানায় ৩/৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে থানার বাবু পাড়া এলাকার মোঃ চুন্নু মিয়ার ছেলে মোঃ জালাল(৩৫),রুপালী গেইট এলাকার বাচ্চু মিয়ার ছেলে মাসুদ(২৫),একই এলাকার সামেদ মিয়ার ছেলে সোহেল(২২)সহ অজ্ঞাত আরো কয়েকজন। আহত পিয়েল জানান,গত মঙ্গলবার ২১’শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে থানার সমরক্ষেত্র মাঠে কৃত্তিম শহীদ মিনারে ফুল দিয়ে আসার সময় একটি ফুলের তোড়া নিয়ে আসি। সমরক্ষেত্রের প্রধান ফটকের সামনে পৌছলে বখাটে জালাল আমার কাছে ফুলের তোড়াটি দিতে বলে। আমি ফুলের তোড়া দিতে অস্বীকৃতি জানালে আমাকে চড়-থাপ্পড় মারে এবং জালাল আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমি প্রতিবাদ করলে আমার সাথে জালালের তর্ক হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বখাটে জালাল ও তার সাঙ্গ-পাঙ্গরা লাঠি দিয়ে আমাকে মাথায় ও পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার আর্ত চিৎকার শুনে আশ পাশের লোক জড়ো হয়ে আমাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।