বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পানিতে ডুবে ইমন হোসেন(১৪) নামে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী’র মৃত্যু ঘটেছে। শিক্ষকদের গাফিলতির কারণে শনিবার বিকেলে সাঁতার শিখতে গিয়ে বন্দর উপজেলা সংলগ্ন পুকুরে ডুবে মৃত্যুবরণ করে বলে জানা গেছে। নিহত স্কুলছাত্র ইমন ঘারমোড়া এলাকার আসাবুদ্দিন মিয়ার ছেলে। ২ ভাইয়ের মধ্যে ইমন দ্বিতীয়। সে স্থানীয় হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ছিল। ইমনের মৃত্যুর খবরে গোটা ঘারমোড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক পংকজ কুমার শনিবার বিকেল ৪টায় সাঁতার শিখানোর জন্য ইমনসহ বেশ কয়েকজনকে স্কুল সংলগ্নবর্তী পুকুরে নিয়ে যায়। সেখানে প্র্যাকটিসের এক পর্যায়ে সকলের অজান্তে ইমন গভীর পানিতে তলিয়ে যায়। ইমনকে না পেয়ে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে। এদিকে পুকুরের পাশের মসজিদে আগত মুসল্লীদের অনেকেই ইমনকে পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে দেখেছে বলে অবহিত করলে উপস্থিত লোকজন ইমনকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যায় পরে ঢাকা মেিেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
