বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নানা বাড়ীতে বেড়াতে এসে বেপরোয়াগামী মোটর বাইকের ধাক্কায় নিয়ামত উল্লাহ আরাফাত(৩)নামে এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে টায় বন্দরের নুরবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় অটোবাইক চাপায় এ মর্মান্তিক মৃত্যুটি ঘটে। নিহত শিশু আরাফাত মুন্সিগঞ্জের চিতুলিয়া গ্রামের আল আমিনের ছেলে। দুইদিন পূর্বে মা নিলা বেগমের সাথে শিশু আরাফাত নানা মহিউদ্দিনের বাড়ী বেড়াতে আসে। গত বুধবার নানীর সাথে সে নুরবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় অজানা এক মোটর বাইকের ধাক্কায় চলন্ত অটোবাইকের নিচে এসে পড়ে যায়। রাস্তায় অটোবাইকটি উল্টে গিয়ে বাইকের মহিলা যাত্রী আহত হয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্টার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ এসে অটোবাইকটি আটক ও বাইক চালক বাবু(৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।