বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ এছহাক মোল্লার বাড়িতে হামলা ভাংচুরে ও লুটপাটের ঘটনায় কুখ্যাত ভূমিদস্যূ রহমতউল্লাহ ওরফে ধ্যান্ধা রহমতের অন্যতম সহযোগী মঞ্জুর আলম(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মঞ্জুর আলম পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে। উক্ত মারামারি মামলা ছাড়াও মঞ্জুর আলমের বিরুদ্ধে বিভিন্ন জনের জায়গা সম্পত্তি দখলসহ মারামারি ও রাহাজানির একাধিক অভিযোগ রয়েছে। বন্দর থানা উপ-পরিদর্শক মোঃ ফরিদউদ্দিন জানান,মঞ্জুর আলম গত শনিবার বন্দর থানায় দায়েরকৃত ০৫(০৩)২০১৭নং মামলার আসামী। এর আগে প্রতারক মঞ্জুর আলম উল্লখিত নিরীহ এছহাক মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে।
পরে বিষয়টি বন্দর থানার ওসি আবুল কালাম তদন্ত করে ঘটনার প্রকৃত রহম্য উদঘাটন করেন। ভুক্তভোগী এছহাক মোল্লার মঞ্জুর আলম গংয়ের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। ঘটনাটি গোটা বন্দর জুড়ে বেশ চাঞ্চল্যের সৃস্টি করে। পুরান বন্দরের সর্বস্তরের বাসিন্দারা ভয়ংকর এ ভূমিদস্যূ মঞ্জুর আলমসহ তার মদদদাতা ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।