বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় ৪১ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। হামলার নেতৃত্বদানকারী জাতিয় পার্টি নেতা আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমসহ ১১ জনের নাম উল্লেখ করে ও আরো ২৫/৩০ অজ্ঞাত করে এই মামলাটি দায়ের করা হয়। শুক্রবার (১৭ মার্চ) ভোরে গুলিবিদ্ধ পারভেজের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় হত্যা চেষ্টার মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
এজহার নামীয় আসামীরা হলেন, আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম, নূর হোসেন, রায়হান জাদা রবি, মামুন, মনির হোসেন মনা, কবির, আমির হোসেন, উৎসব, মুকিত, মুহিদ ও পাঠান রনি। এছাড়া আরো ২৫/৩০ জন অজ্ঞাত।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়হানজাদা রবি, মামুন , মনির হোসেন মনা ও কবির ও অজ্ঞাত আসামীর সিয়াম ও রনি।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বন্দরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার প্রধান আসামী হায়দার আলী শামীম পলাতক রয়েছে। তাকে বাকী অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।
মামলায় বাদী তানভীর আহাম্মেদ উল্লেখ করেন, সন্ত্রাসী হায়দার আলী শামীম ওরফে পিজা শামীম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাবার পৈত্রিক সম্পত্তি দখল করতে এ হামালা চালায়। শামীমের সন্ত্রাসী বাহিনী আমার ভাই পারভেজকে গুলিবিদ্ধ করে। আমার ভাইকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার ভাইয়ের স্ত্রীকেও বেধরকভাবে মেরে জখম করা হয়েছে। আমার বাড়ি ঘরও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনার বিচার দাবি করছি এবং সন্ত্রাসী পিজা শামীম ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তি দাবি করছি।
এঘটনায় স্থানীয় এলাকাবাসী জানান, বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের পৈত্রিক সম্পদ জমি ও বাজার স্থানীয় ভাড়া দিয়ে গ্রামের মসজিদ ও মাদ্রাসা সহ এলাকার নানা কাজে ব্যবহার করা হয়। সেই বাজার ও সম্পতি দখল করতে দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকারে যোগে অর্ধশতাধিক লোজজন নিয়ে যায় জাতীয় পার্টির নেতা হায়দার আলী শামীম ওরফে পিজা শামীম। ঘটনার সময় অস্ত্রসহ অর্ধশতাধিক লোকজন জমিগুলো দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয় রাইসুল হকের ছেলে পারভেজ। কুপিয়ে রক্তাক্ত করা হয় তার স্ত্রী সুমিকে। তখন বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে প্রায় অর্ধশতাকি হুন্ডা বাহিনী নিয়ে প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান রাইসুল হকের মালিকাধীন জমি দখল করতে হামলায় চালানো হয়। বাঁধা দিলে গুলিবর্ষন চালায় তারা। এ ঘটনায় রাইসুলের ছেলে মঈনুল হক পারভেজ গুলিবিদ্ধ হয় এবং অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় ২টি মোটর সাইকেল ভাংচুর ও ২টি মোটর সাইকেলে আগুন দিয়ে জালিয়ে দেয় বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।