বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্র বাবু(১৮)কে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসী ৪সহোদর। আহত হয়েছে মাসহ আরো দু’জন। মঙ্গলবার সন্ধায় থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত বাবুকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র জানিয়েছে,নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার দুলু মিয়ার পরিবারের সঙ্গে পার্শ্ববতী বাড়ির শাহাদাত হোসেনের পরিবারের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধায় দুলু মিয়ার সন্ত্রাসী ৪ ছেলে যথাক্রমে মামুন,বাবু,রুবেল ও সোহেল এবং স্ত্রী বেগম বিবি শাহাদাতের স্ত্রী আসমা(৪০)কে মারপিট করে। মাকে মারার কথা শুনে ছেলে বাবু তাদের উদ্ধারে এগিয়ে গেলে উল্লেখতরা ক্ষিপ্ত হয়ে তাদের ঘর থেকে ধারালো অস্ত্র এনে হত্যার উদ্দেশ্যে বাবুকে উপর্যপুরি কোপায়। সন্ত্রাসী ৪ সহোদরের অস্ত্রাঘাতে বাবুর ডান হাতের রগ কেটে ও চামড়া উঠে প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থা বেগতিক বুঝে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। এদিকে উপস্থিত লোকজন আহত বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ রিপোর্ট লেখ পর্যন্ত আহতের আশংকা কাটেনি।
