বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বৃক্ষ নিধন ও অবৈধ কাঠের ব্যবসালয় গড়ে তোলার অপরাধে ৩ ব্যাক্তিকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে এক জনাকীর্ণ পরিবেশে অভিযুক্ত ৩ অপরাধীকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তথা বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব ওই দন্ড প্রদান করেন। এদের মধ্যে অবৈধ দোকান পাট গড়ে তোলার দায়ে ফরাজীকান্দা এলাকার ইমাম হোসেন ও সজিব হোসেনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং অবৈধভাবে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রি করার দায়ে সাবদী এলাকার কথিত ঠিকাদার আল আমিনকে ১৫ দিনের জেল দেন। ধৃতদের শনিবার বিকেলেই জেল হাজতে প্রেরণ করে।