বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে অপহরণের ৭ দিন পর লাল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এলেম(৮) এর মৃতদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার দূপুরে মদনগঞ্জ-মদনপুর সড়কের বাগবাড়ী ব্রীজের নিচ থেকে পুলিশ এলেমের মৃতদেহটি উদ্ধার করে।নিহত এলেম নবীগঞ্জ রেললাইন এলাকার মুরগী ব্যবসায়ী রাজ্জাক মিয়ার ছেলে।এলেমের বাবা রাজ্জাক মিয়া জানান,গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এলেম নিখোঁজ হয়,নিখোঁজের আগে আমার ছেলেকে নিয়ে স্থানীয় বারেক কসাইয়ের ছেলে বিল্লাল ও সফিকুলের ছেলে সাদ্দাদ রিক্সায় করে ঘুরতে নিয়ে যাওয়ার পর থেকেই তাকে খুজে পাইনি।আমার ছেলেকে খুজে না পেয়ে বিল্লাল ও সাদ্দাদের বিরুদ্ধে বন্দর থানায় অপহরণের মামলা করার পর পুলিশ বিল্লালকে গ্রেফতার করে।অপহরণকারী বিল্লালকে ধরিয়ে দেয়ার কারণে তার সহযোগীরা আমার সন্তানকে নির্মম ভাবে হত্যা করেছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিন মন্ডল জানান, স্কুল ছাত্র এলেমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে,এ অপহরণ ও নিহতের ঘটনায় বিল্লাল নামের একজন কে আমরা গ্রেফতার করেছি,বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।