বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে অটোচালক ফেরদৌস গলাকেটে হত্যা ঘটনার দুই যুবককে আটক করেছে র্যাব ১১ সদস্যরা।
মঙ্গলবার রাতে র্যাব-১১ কোম্পানি কমান্ডার একেএম মনিরুল আলম তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ভোরে তাদের আটক করে। আটককৃতরা হলেন- রকিব ও রাজিব। তারা বন্দর বোরুন্দী পশ্চিমপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়, রকিব তার ঘনিষ্ঠ বন্ধু সিবলুর সঙ্গে একটি অটো চুরির পরিকল্পনা করেন। ভিকটিম যে গ্যারেজে তার অটো রাখেন সেই গ্যারেজে রকিব সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার দিন রকিব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে নিয়ে তার অটোযোগে ঘটনাস্থলে যান। পরে অপর পলাতক আসামি সিবলু তার সহযোগীদের নিয়ে রকিবের সঙ্গে যোগ দেয়। আসামিরা সকলে মাদক ও উত্তেজক দ্রব্য সেবন করে পরে ভিকটিমকে অন্যান্যদের সহায়তায় রকিব ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে র্যাব-১১ সদস্যরা তৎপর রয়েছে।