বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ফ্রি – মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে গরীব – দুঃস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহষ্পতিবার দুপুরে সোনারগায়ের জি আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জে এই কর্মসূচীর মাধ্যমে যথাক্রমে ৯০ জন, ৮৪ জন, ৫৭ জন, ২২০ জন ও ৮০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সেনাবাহিনী জানান, বর্তমানে দেশে করােনা ভাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রতীয়মান হয়। অসামরিক প্রশাসন এর সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগনের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং মাস্ক বিতরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করে আসছে সেনাবাহিনী। এ সকল আয়ােজনের মধ্যে সম্প্রীতীর বাজার ‘সম্প্রীতির ইফতার’ এবং “ঈদ বাজার অন্যতম।
এসময় উপস্থিত ছিলেন, ৪৫ এম এল আর এস বেটালিয়ন সাভারের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মুত্তাকিম, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, সোনারগাও ইউএনও সাইদুল ইসলাম, মেজর আব্দুল ফরহাদ, মেজর ডা. রাজিয়া সুলতানা সহ অন্যান্যরা।