বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতা-২০১৯ এর আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম এই প্রস্তুতিমূলক প্রতিযোগিতা-২০১৯ এর আয়োজন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, এমপি। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন ঢাকা রেঞ্জ এর সুযোগ্য ডিআইজি জনাব হাবিবুর রহমান,বিপিএম(বার), পিপিএম(বার)।