বিজয় বার্তা ২৪ ডট কম
বন্ধ কারখানা খুলে দাও, ২ মাসের (জুন-জুলাই) বকেয়া মজুরী পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানার মাসদাইর টাগারপাড় শিল্পাঞ্লে অবস্থিত এ.এল. নীটওয়্যার লিঃ এর অধিকার বঞ্চিত শ্রমিকরা মানববন্ধন করে আজ মঙ্গলবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে। উক্ত মানববন্ধনে কারখানার শ্রমিক পারভীনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন : বাংলাদেশে গত ৫ আগস্ট ছাত্র- শ্রমিক- জনতার অভূতপূর্ব আন্দোলনে গণঅভ্যুত্থান হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও রাষ্ট্রপরিচালনা করছে। কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বিনা নোটিশে কারখানা বন্ধ করে জুলাই মাসের শেষের দিকে এবং দুই মাসের বকেয়া বেতনও পরিশোধ করে নাই। এই কারখানার মালিক যখন তখন শ্রমিক ছাঁটাই করে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা করে না। শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান করে না। নারী শ্রমিকদের রাত্রীকালীন কাজ করায় আইন না মেনে। কারখানায় নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা না দিয়ে ছাঁটাই করে। নেতৃবৃন্দ আরো বলেন : গত জুলাই মাসে ছাত্র -শ্রমিক- জনতার লাগাতার আন্দোলনে তৎকালীন আওয়ামী সরকার কারফিউ জারি করে এবং সারাদেশে সকল প্রতিষ্ঠানে সবেতনে সাধারণ ছুটি ঘোষণা করে। তাই কারখানার শ্রমিকরা অধিকার বঞ্চিতের কারণে ক্ষুব্ধ।
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, শিল্প পুলিশের পুলিশ সুপার, বিকেএমইএর সভাপতি বরাবর কারখানা চালু করা এবং বকেয়া বেতন পরিশোধ করার জন্য লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এখনও পর্যন্ত সংকট নিরসন করে নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান দ্রুত সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। নতুবা ছাত্র শ্রমিক জনতা এ বিষয়ে সকল শিল্পাঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করবে। আর এর জন্য দায়ী থাকবেন উক্ত কারখানার মালিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাই নেতৃবৃন্দ অবিলম্বে জুন-জুলাই ২ মাসের বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবী জানান।