বিজয় বার্তা ২৪ ডট কম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই লম্পট মোমেন ইসলামকে সম্মামনা পদক তুলে দিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। শনিবার সন্ধায় সময়ের আহবান নামক বন্দরের একটি অখ্যাত সংগঠনের গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ রোধে বিশেষ অবদান রাখায় মোমেন ইসলামকে ওই পদক তুলে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৮ নভেম্বর দুপুরে বন্দরের মাধবপাশা গ্রামে জনতা কর্তৃক ধৃত লম্পটকে জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক সম্মামনা পদক গ্রহণের বিষয়টি ছড়িয়ে পড়ায় সর্বত্রই আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু করছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সমাজকর্মী সাংবাদিকদেরকে জানান,যেখানে মোমেন ইসলাম অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন যেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে অথচ সেই চরিত্রহীণ একজন ব্যাক্তিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মতো গুণী ব্যাক্তি কি করে সম্মামনা পদক তুলে দেন। এটা খুবই দুঃখজনক বিষয়। লম্পটরা যদি গুণীজন সম্মামনা পায় তাহলে ভাল মানুষ কোথায় গিয়ে দাড়াবে। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন সাহেব খুবই সম্মানিত এবং ভদ্র মানুষ তাকে অনুষ্ঠানে এনে এই ধরণের চরিত্রহীণ লম্পট কিংবা খারাপ লোকদেরকে তার হাত দিয়ে সম্মামনা পদক তুলে দেয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি।