বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ফরাজীকান্দায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধণ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফয়সাল মোহাম্মদ সাগর। শুক্রবার বাদ এশা ওয়ার্ডের ফরাজীকান্দা সংলগ্ন এলাকায় ওই ক্যাম্পটি উদ্বোধণ করা হয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ক্যাম্প উদ্বোধণকালে এলাকাবাসী বলেন,সাগর উন্নয়নের নাম,সাগর একটি ভাল মানুষের নাম। আমরা যে কোন মূল্যে সাগরকে পূণ:নির্বাচিত করবো ইনশাল্লাহ। বংশ পরমপরায় সাগর একজন দানবীর এবং সমাজ সেবক। তার পিতা ফিরোজ মিয়াও ছিলেন অধুনালুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার একজন কমিশণার। এলাকার উন্নয়নে সে সময় ফিরোজ কমিশনারের অনেক সুনাম ছিল। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য সন্তান ফয়সাল মোহাম্মদ সাগর বিগত দিনে কাউন্সিলরের দায়িত্ব পালণ করে পিতার মর্যাদা বজায় রাখতে সক্ষম হয়েছে আগমীতেও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে ১৯নং ওয়ার্ডবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে অনস্বীকার্য অবদানরাখতে পারবে ইনশাল্লাহ। আমরা কাউন্সিলর সাগরের জন্য প্রাণভরে দোয়া করি আল্লাহ যেন তাকে পূণরায় আমাদের জনপ্রতিনিধি হিসেবে আসীন হওয়ার তওফিক দান করেন।