বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ঈদুল আযহা-২০১৬ উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণী অনুষ্ঠান রবিবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভিজিএফ’র চাল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ফতুল্লা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব রায়হান ভূঁইয়া কাজল, অফিস সহকারি মাসুদ রানা, ৫নং ওয়ার্ড সদস্য আবদুল মালেক প্রধান ও ৬নং ওয়ার্ড সদস্য আলী আকবর প্রমূখ।
এ কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নে বসবাসরত মোট ৭ হাজার ৫০ জন দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন

