বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনশত এক বোতল ফেনসিডিল সহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড সাকিনস্থ গ্রান্ড চাঁদনি কাবাব এন্ড রেস্তোরা এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ী আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলন, ১। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-আব্দুল সাত্তার, মাতা-মোছাঃ জেন্না, সাং-ধূমের কুঠি, জয় বাংলা বাজার, থানা-হারাগাছ, জেলা-রংপুর, ২। মোঃ সাদিকুল ইসলাম (৩২), পিতা-আব্দুল সাত্তার, মাতা-আছমা বেগম, সাং-গোপরধন, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৩। মোছাঃ শিউলী বেগম (২৬), পিতা-আব্দুল মজিদ, স্বামী-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-কারিমা বেগম, সাং-গোপরধন, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৪। আমেনা বেগম (৩০), পিতা-আমিনুল ইসলাম, স্বামী-সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ আছমা খাতুন, সাং-গোপরধন, মরিচকাঁচা, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৫। আরফিনা বেগম (৩১), পিতা-আব্দুল সাগর, মাতা-আছমা বেগম, স্বামী-লাল মিয়া, সাং-জমচওরা, থানা-গঙ্গাচরা, জেলা-রংপুর এবং ৬। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বিথী (১৩), পিতা-বকুল মিয়া, মাতা-বিউটি বেগম, সাং-জমচওরা, থানা-গঙ্গাচরা, জেলা-রংপুর’দেরকে ৩০১ (তিনশত এক) বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের নগদ ১৬০০/- টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার করে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।