বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৩শ’১৩পিস ইয়াবা ট্যাবলেট ২০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লার মডেলথানার এসআই কাজী এনামুল হক এএস আই কামরুল হাসান গত বুধবার রাতে পশ্চিম দেওভোগ এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযানে ১শ১৩পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি(২৫)কে গ্রেপ্তার করেছে। রনি ঐ এলাকার আ.হাকিমের ছেলে।অপরদিকে কাজী এনামুলহক ও কামরুলহাসান গংরা আরেকটি অভিযান চালায় ঐ রাতেই।এঅভিযান চালিয়ে ২০০(দুইশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ এস্কান্দার আলী(৪০)কে গ্রেপ্তার করেছে।এস্কান্দার আলী শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন আমির আলীর ছেলে সে ঢাকা যাত্রাবাড়ি এলাকায় বসবাস করে।তাকে সাইন র্বোড এলাকা হতে গ্রেপ্তার করেন পুলিশ।অন্যদিকে, এস্আই সাদেকুজ্জান গত মঙ্গলবার রাতে সাইন বোর্ড এলাকা হতে ২০ বোতল ফেন্সিডিলসহ আমান উল্লাহ (২২) ও সহিদ(৪০)কে গ্রেপ্তার করেছে। আমান উল্লাহ রূপগঞ্জ ভুলতা এলাকার নজরুল ইসলামের ছেলে। সহিদ ফেরদাউস মিয়ার ছেলে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করেছে।