বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১ এর অভিযানে গত ২৪ ঘন্টায় ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান , ফতুল্লা মডেল থানার এস,আই, আব্দুস সবুর খান গত ১৩ অক্টোবর রাতে ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মো. মাহে আলমের ছেলে তানিম(২৫) এবং চাঁনমিয়ার ছেলে রাজা (২৮)কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, র্যাব-১১ এর একটি টীম ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকায় মাদকের অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঐ এলাকার পিয়ার আলীর ছেলে বিল্লাল হোসেন (৩২) এবং মৃত সোলেমানের ছেলে শফিকুল ইসলাম ওরফে শফি(৫২)।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় র্যাব -১১ এর সুবেদার আ. আজিজ ও থানা পুলিশ এস আই আ. সবুর খান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।