বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার ফতুল্লা লালপুর পৌষার পুকুর পাড় এলাকার জনৈক আবুল মিয়ার স্কুলে পড়ুয়া কন্যাকে ইভটিজিং করার অভিযোগে নাহিদ নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এলাকা সূত্রে জানা যায়, মো. আবুল নামের এক ব্যক্তির ১২ বৎসর বয়সী কন্যাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই নাহিদ ঐ মেয়েটিকে ইভটিজিং করে । সন্ধ্যায় নাহিদ মেয়েটিকে ইভটিজিং করে। এলাকার মানুষ নাহিদ কে হাতে নাতে ধরে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। নাহিদ পৌষার পুকুরপাড় এলাকর মো. শামসুল হকের বখাটে মাদক সেবী ছেলে। পুলিশ নাহিদকে অাটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মেজিষ্ট্রেট দ্বারা সাজা প্রদানের প্রক্রিয়াধীনে আছে।

