বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা দাপাইদ্রাকপুর পোষ্ট অফিস বউ বাজার এলাকায় যৌতুকের জন্যে পাষন্ড স্বামী সহিদ(২৫) তার স্ত্রী পপি আক্তার(২২) মারপিট করে রক্তাক্ত করেছে। এঘটনায় পপি আক্তার ফতুল্লা মডেল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে গতকাল দুপুরে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার পোষ্ট অফিস সরদার বাড়ী বউ বাজার এলাকায় মুরগী আক্কাসের বাড়িতে ভাড়া থাকে মো. সহিদ।সে কিশোরগঞ্জ জেলা ও থানার পাঠান কান্দি আদর্শ গ্রামের মৃত চান মিয়ার ছেলে। সে একই জেলা ও থানার দামপাট গ্রামের মো. হোসেন আলীর মেয়ে পপি আক্তারকে গত ৪বৎসর পূর্বে বিবাহ করেছে।বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ২টি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। এরা হলো সাদিয়া (২) এবং নাদিয়া মাত্র ৭মাসের শিশু। যৌতুকের দাবীতে সহিদ তার স্ত্রীকে প্রায়ই মার ধর করে। গত১৯সেপ্টেম্বর দুপুরে এবং রাতে বেশকয়েক বার মারধর করেছে পপিকে সহিদ । গতকাল স্ত্রী পপি খানপুর হাসপাতালের চিকিৎসা শেষে স্বামী সহিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।

