বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ফতুল্লায় স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আবু বক্কর সিদ্দিক নামে এক যুবক।
বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবআইলস্থ ইরান টেক্সটাইলের পেছনে ইউসুফ মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুহরতাল রিপোর্ট তৈরি করে।
নিহত আবু বক্কর সিদ্দিক ফতুল্লা থানার কুতুবআইলস্থ ইরান টেক্সটাইল মিলের পেছনের ইউসুফ মিয়ার ভাড়াটিয়া মাজেদ আলাদার ছেলে। তিনি কাঠেরপুলস্থ হ্যালো ভিশন ইন্টারনেটে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই রাশেদ জানান, আবু বক্কর সিদ্দিক মাদকাসক্ত ছিলেন এবং একটি ইন্টারনেট অফিসে লাইনম্যান হিসেবে চাকরি করতেন। আয়েশা নামে তারা দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে বাসার পাশের দোকানে গিয়ে জুস কিনেন। পরে বাসায় ফিরে নিজ কক্ষে প্রবেশ করেন। বেলা ১১টার দিকে তার স্ত্রী দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন আবু বক্কর সিদ্দিক। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।