বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় বাড়ির মালিকের অসতর্কায় কারনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালক সোহেল (৩৫) নিহত হয়েছেন।
বৃহষ্পতিবার ফতুল্লার দক্ষিন কাইয়ুমপুর এলাকায় সকাল সাড়ে টায় ইমারতের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সোহেল জামালপুর জেলার ইসলামপুর থানার সাখাওয়াত হোসেন সাদার ছেলে।
ঘটনার বিবরণ, সকাল সাড়ে ৭ টায় ফতুল্লা দক্ষিন কাইয়ুমপুর এলাকায় ইমারত হোসেনের বাড়িতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে নিহতের লাশ থানায় নিয়ে যায়। পরে থানায় বাড়ির মালিক পক্ষের সাথে সমাঝোতা করে নিহতের পরিবার লাশ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে এস আই মো শাফিউল, নিহতের স্বজনরা থানায় এসে লাশ নিয়ে যায়। এ বিষয়ে কোন মামলা হয়নি।
এদিকে এলাকাবাসী জানায়, ইমরাতের বাড়ির বিদ্যুৎ লাইনের মেইন তার ঝুলন্ত অবস্থায় ছিল। সেই কারনেই কাপড় শুকাতে গিয়ে ভ্যান চালক সোহেল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন। এর আগে বাড়ির ভাড়াটিয়ারা বাড়ির মালিকের কাছে অভিযোগ করার সর্তেও বিদ্যুৎতের তার টি এখান থেকে সরানো হইনি। নিহত স্বজনদের সাথে সমাঝোতার মাধ্যমে লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।