বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ কোতালের বাগ এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী বাবু (৩৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু কোতালের বাগ এলাকার মৃত আলী সরদারের পুত্র।
বৃহস্পতিবার (২৬ মে) রাতে তাকে ফতুল্লার কোতালেরবাগস্থ হক বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ কোতালেরবাগ হক বাজার জামে মসজিদ সংলগ্ন মোকলেসের সেলুনের সামনে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বাবু কে গ্রেফতার করে। এ সময় মাদক ব্যবসায়ীর নিকট থেকে পুলিশ ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় তিনটি মামলা ( ৭১(০১)১৮,৫০(০৪) ১৬,৫৩(০৯)১৭) রয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়, মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত বাবু একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।