বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় ৫ গ্রাম হেরোইন ও ৩‘শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে ফতুল্লার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো পটুয়াখালীর গলাচিপা থানার আমখোলা গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে মো. সোহরাব (৪২), ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. সুজন (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানার কান্দারপাড়া এলাকার মৃত রহবআলীর ছেলে আরাফাত হোসেন (৪০) ও ফতুল্লার মাসদাইর বাজার এলাকার মৃত অহেদুল মিয়ার ছেলে মো. ফারুক (২৫)।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ জানান, গতকাল শনিবার সকাল ১০টায় চাঁনামারী বস্তিতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মো. সোহরাব ও মো. সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একই দিন ১ ‘শ ৫০পিস করে ইয়াবা ট্যাবলেট সহ দাপা বালুর ঘাট এলাকা থেকে আরাফাত হোসেন ও মাসদাইর বাজার থেকে মো. ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ভাবে ৩টি মামলা রুজু করা হয়েছে।