বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করার মাত্র ৩ ঘন্টার মধ্যে গার্মেন্টের এক নারী শ্রমিককে গণধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর থেকে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সার্বিক দিক নির্দেশনায় পুলিশের একাধিক টিম সাড়াশি অভিযানে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে উক্ত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রবিন (২০) জেলার সোনারগাঁ এলাকার আঃ রহিমের ছেলে, আল-আমিন (২১) ফতুল্লার আলীগঞ্জ এলাকার নুরু ইসলামের ছেলে, মোঃ হিমেল (২১) ফতুল্লার আলীগঞ্জ জোড়া পাঁচতলা এলাকার মহিবুল্লাহ মিয়ার ছেলে, মোস্তাক (২২) ফতুল্লার আলীগঞ্জ রেললাইন এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে এবং মাসুম (২০) ফতুল্লার আলীগঞ্জ এলাকার আউয়াল হাওলাদারের ছেলে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার বিসিকস্থ একটি শিল্প-প্রতিষ্ঠানের নারী শ্রমিক গত বুধবার রাতে কাজ শেষে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় ফতুল্লার পঞ্চবটি এলাকায় ঐ নারী শ্রমিক পেীছালে পূর্ব পরিচিত এক অটো-চালকের অটোতে উঠে ফতুল্লার পাগলা গুদারাঘাট এলাকায় পৌছায় এবং ভিকটিমের নিজ বাড়ীতে পৌছানোর জন্য ট্রলারের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে অটোচালক মেহেদীর বন্ধু মাসুম গুদারাঘাট আসে এবং তার বন্ধু রবিন, আল-আমিন, হিমেল, মোস্তাক নামের চারজনকে ফোনে ডেকে নিয়ে আসে। এ সময় ধর্ষক মাসুমসহ তার সহযোগীরা অটো-চালক মেহেদীকে বিভিন্ন ভয়ভীতি দেখালে সে অটো নিয়ে অর্ন্যত্র চলে যায়। এ সময় গণ-ধর্ষনের স্বীকার নারী গার্মেন্ট কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাগলা গুদারাঘাট বালুর মাঠে একটি অন্ধকারচ্ছন্ন নীরব স্থানে নিয়ে পালাক্রমে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষন করে পালিয়ে যায়। এ ঘটনায় গণধর্ষনের স্বীকার ভিকটিম ২০ (আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশকে অবগত করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন আরো বলেন, ২০ (আগষ্ট) বৃহস্পবিার ভিকটিম নিজে থানা পুলিশকে অগবগ করেন। গুরুত্ব সহকারে বিস্তারিত জানার পর পরই ফতুল্লার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিকটিম সাড়াশি অভিযান পরিচালনা করেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গণধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিন, আল-আমিন, হিমেল, মোস্তাক, মাসুমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং বাকীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা গণধর্ষনের বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আদালতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিবে বলেও তিনি জানান।