বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর ও পঞ্চবটির মেথর খোলা এলাকা হতে ফতুল্লা মডেল থানা পুলিশ রবিবার রাতে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১২০ পুড়িয়া হেরোইন,১৮০ পিছ ইয়াবা ও একটি ট্যাক্সী ক্যাব সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে,ফতুল্লা মডেল থানার দারোগা কাজী এনামুল হক ও সহকারী দারোগা কামরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৫ টায় দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আফজাল হোসেনের বাড়ির সামনে থেকে ১২০ পুড়িয়া হেরোইন সহ এলাকার মৃত,আক্কেল আলীর ছেলে শুক্কুর আলী(৩৮)কে আটক করা হয়। অপর দিকে দারোগা মিজানুর রহমান-২ ও সহকারী দারোগা তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পঞ্চবটির মেথর খোলা এডভেঞ্চার ল্যান্ড পার্কের সামনে থেকে রাত সাড়ে ৯টায় ১৮০ পিছ ইয়াবা ও একটি ট্যাক্সী ক্যাব(ঢাকা মেট্রো-ক-১১-৫৭১৭) সহ দেলোয়ার হোসেন(৪৫)কে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত দেলোয়ার পিরোজপুর জেলার কাউখালী থানার বেতকা গ্রামের মৃত, আমীর হোসেনের ছেলে। এ ব্যাপারে দারোগাকাজী এনামুল হক ও দারোগা মিজানুর রহমান-২ ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাংবদিকদের জানান,ফতুর্ল্লা মডেল থানায় মাদক আইনে পৃথক দ’টি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে ।