বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় নুর মসজিদ সংলগ্ন মোবারকের বাড়িতে অভিযান চালিয়ে মো. রাজু প্রধান নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় গ্রেফতার আসামির থেকে তিনটি ছোরা, একটি রামদা ও একটি লোহারপাইপ উদ্ধার করা হয়। বুধবার (৩১ মার্চ) রাত ১১টায় দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রাজু প্রধান ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার রিয়াজ প্রধানের ছেলে। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, সন্ত্রাসী রাজু প্রধান মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছিল। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা ছিল তার নিত্য দিনের কাজ। এলাকার কেউ নতুন বাড়ি নির্মাণের সময় তিনি ইট, বালু সরবরাহের কথা বলে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি স্বীকার করেন যে, তার বিরদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।