বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকাতে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তানজিন আহমেদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানজিন ফতুল্লার বিসিক কলাবাগান এলাকার মো. মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় ওই তরুনী ধর্ষনের অভিযোগ করে তানজিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।
মামলার অভিযোগে জানা গেছে, তানজিন আহমেদের সাথে চাঁদপুর উত্তর মতললের মো.মফিজুল ইসলামের ১৯ বসৎরের তরুনীর সাথে গত তিন বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উক্ত তরুনী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে ৩য় বর্ষে লেখাপড়া করে। তাদের সেই সম্পর্কের সুবাধে গত ২৩ আগস্ট সকালে উক্ত তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পঞ্চবটি এলাকায় একটি বাসায় নিয়ে যায়। ঐ বাড়িতে নিয়ে তরুনীর ইচ্ছের বিরুদ্ধে তানজিন তাকে ধর্ষন করে। এসময় সে তরুনীর নগ্ন ছবি ভিডিও ধারন করে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন মামলা দায়েরের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, তানজিনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলা দায়েরের পর উভয় পরিবারের সমঝোতায় তাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে।