বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থেকে নূর আলম তানজিল (৪৫) নামে একটি রপ্তানিমুখী পোষাক কারখানার কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দেওয়ানবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ওই কর্মকতার লাশ উদ্ধার করা হয়। সে আমতলা হ্যাপি ভিলায় পরিবার নিয়ে বসবাস করত। নিহত নুরুল আলম তানজিল চাঁদপুর জেলার প্রজাপ্রতি এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।