বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় ইয়াবা সেবনকালে অস্ত্র ও মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন মনিসহ তার ৫ সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫ পিছ ইয়াবা ছাড়া কিছুই উদ্ধার করতে পারেনি। আটককৃতরা হলো ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন মনি, ফতুল্লার গুলশান রোড এলাকার মৃত হিরো ঘোষের ছেলে রানা ঘোষ, যতীন্দ্র ঘোষের ছেলে প্রদীপ কুমার ঘোষ এবং আঃরাজ্জাকের ছেলে সাজু মিয়া।ধর্মগঞ্জ এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, একই এলাকার মহিউদ্দিন ভূইয়ার ছেলে মাসুম ভূইয়া,
ফতুল্লা মডেল থানার এস আই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী তোফাজ্জলন হোসেন মনি‘র ক্লাবে হানা দিলে ৬ জনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তবে ঐ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়া কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে ঐ দিনই অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে গভীর রাতে মনিরের নরসিংপুর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেও কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্রে জানায়, তোফাজ্জল হোসেন মনি একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড, ব্ল্যাক মেইলিংযের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, গত কয়েকমাস আগে নরসিংপুরস্থ তোফাজ্জল হোসেন মনির ভাড়াটিয়া বাড়ীতে পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তোফাজ্জল হোসেন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তোফাজ্জল হোসেন মনিসহ ৫জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
