বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় জান্নাতুল নামে আড়াই বছর বয়সী মেয়েকে গলা টিপে হত্যা করেছেন মা। এ ঘটনায় অভিযুক্ত শারমিন বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। আটককৃত শারমিন ফতুল্লার পাগলা এলাকার শাকিলের স্ত্রী। তবে স্ত্রী-সন্তান রেখে আরেক বিয়ে করেন শাকিল।
ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শারমিন বেগমকে আটক করা হয়েছে। শিশুটিকে তার মা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
শিশুটির মা শারমিন বেগম বলেন, ২০১৯ সালের ১৫ জানুয়ারি শাকিলের সঙ্গে আমার বিয়ে হয়। এরপর জান্নাতুলের জন্ম হয়। মেয়ের বয়স ছয় মাস হলে আরেক বিয়ে করেন শাকিল। এরপর থেকেই আমাদের কোনো খোঁজ নেননি তিনি। পরে মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে উঠি। কিন্তু মেয়েটি সব সময় কান্নাকাটি করতো। এরই জেরে সোমবার সকাল ৭টার দিকে মেয়ের গলা টিপে ধরি। এতে নড়াচড়া না করলে তাকে মা-বাবার কাছে নেই। পরে হাসপাতালে নিলে মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।