বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীর বুড়িগঙ্গা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে থানার পাগলা মুন্সিখোলা এলাকার বুড়িগঙ্গা নদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান,মুন্সিখোলা এলাকাস্থ বুড়িগঞ্জা তীর থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পড়নে ছিল জিন্স প্যান্ট ও শার্ট। মরদেহের শরীর থেকে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।তবে নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে।ধারনা করা হচ্ছে, দু একদিন আগে পানিতে ডুবে মারা গেছে।
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারন বলা যাবে।