বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্ত রঞ্জন দত্ত(সি আর দত্ত) সহ করোনাকালে নিহত সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
শুক্রবার সকালে দেওভোগ দেওভোগ শ্রী শ্রী রাম সিতা জিউর বিগ্রহ মন্দিরে এই জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাশ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার ছেলের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর থানা সভাপতি শংকর দাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, সোনারগাঁও থানা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, আড়াইহাজারের সভাপতি হারাধন দে, রূপগঞ্জের সভাপতি গণেশ পাল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।