বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি, ও মায়িশা গ্রুপের চেয়ারম্যান সদ্য প্রয়াত জননেতা জনাব আসলামুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ জুম্মা নারায়নগঞ্জ দেওভোগ বড় জামে মসজিদ জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিরগান নারায়নগঞ্জ শাখা আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সজীব, (সমন্বয়ক, মুক্তির গান নাঃগঞ্জ) রায়হান কবীর, (মাইগ্রেশন অফিসার, ব্রাক) মাসুদুর রহমান রুবেল, (সহ-সম্পাদক অগ্রবাণী প্রতিদিন) শহিদুজ্জামান সোহেল, (মুক্তির গান নাঃগঞ্জ) সাইফুল ইসলাম পাভেল, (মুক্তির গান নাঃগঞ্জ ) সানি আহমেদ পরশ, (মুক্তির গান নাঃগঞ্জ) মোঃ তোফাজ্জল হোসেন, (মুক্তির গান নারায়ণগঞ্জ) সাজ্জাদ হোসেন সাদ্দাম, (মুক্তির গান নারায়ণগঞ্জ) সাকিব আঞ্জুম সুস্মিত, (মুক্তির গান নাঃগঞ্জ) আল মিশাল দিপ্ত, (মুক্তির গান নাঃগঞ্জ) এ, কে, লিখন, (মুক্তির গান নাঃগঞ্জ) মোঃ সোহান আহমেদ নাহিদ, (মুক্তির গান নাঃগঞ্জ মোঃ রফিকুল ইসলাম শান্ত, (মুক্তির গান নাঃগঞ্জ) সায়েম হোসেন সিফাত, (মুক্তির গান নাঃগঞ্জ) আরাফাত উদ্দিন অলিভ, (মুক্তির গান নাঃগঞ্জ)। দেওভোগ বড় জামে মসজিদের খতিব মহিউদ্দিন হামিদি আল কাদরী এই দোয়া মাহফিল পরিচালনা করেন।
গত ৪ঠা এপ্রিল সকাল ১১ টায় ৬০ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ঢাকা-১৪ আসনের এই জনপ্রিয় সংসদ সদস্য।