বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এক শ্রেণীর শ্রমিক নেতারা আছে তারা নিজেদের জন্য সবই করে কিন্তু শ্রমিকের জন্য কিছুই করে না। বাংলাদেশের শ্রমিকের তৈরী পোশাক বিশ্বের অনেক বড় বড় নেতারা ব্যবহার করে। এদেশ হতে বহু শ্রমিক সৌদি আরব, দুবাই ও বিভিন্ন দেশে কাজ করে অর্থ বাংলাদেশ পাঠিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শাবলম্বী করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় শ্রমিক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ে মেহনতি মানুষের জন্য কাজ করেন।
বৃহষ্পতিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক মাইনউদ্দিন বাদল, মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক শরফুউদ্দিন আহমেদ সুজন, জাতীয় শ্রমিকলীগ মহিলা কমিটির জেলা সভাপতি কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহী ইফাৎ জাহান মায়া, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক সবুজ সিকদার, নারায়ণগঞ্জ জেলা নৌযান শ্রমিকলীগ এর সভাপতি আনিছুর রহমান, ফতুল্লা থানার সভাপতি হোসেন মাষ্টার, ১৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সহ সভাপতি সোহেল সিকদার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এস প্রধান প্রমুখ।
সাংসদ শামীম ওসমান আরও বলেন, চেয়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হোক, তা হচ্ছে। বোনাস হিসেবে পেয়েছি যুদ্ধাপরাধীদের বিচার। বাংলাদেশের শ্রমিকলীগ মেহনতি মানুষের কথা বলে। শ্রমিক লীগ মেহনতি মানুষের পক্ষে থাকে ও সংগ্রাম করে। একমাত্র শেখ হাসিনার সরকারের নেতৃত্বে শ্রমিকদের বেতন শতভাগ বৃদ্ধি করা হয়েছে। যা অন্যান্য সরকারের আমলে তা কেবল স্বপ্নই ছিল।
এ সময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুকুর মাহমুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৯ সালের ১২ই অক্টোবর জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাংলার মানুষ ভালবাসতেন। তাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে স্বাধীনতার বিরোধী শক্তিরা এদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে। হত্যার পর খুনিরা বিদেশে পালিয়ে যায়। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের মাধ্যমে বিচার করে। আর খালেদা জিয়া জামাত শিবির রাজাকার আলবদর কে নিয়ে এদেশে অরজগতা সৃষ্টি করে মানুষ হত্যা মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।
তিনি আরও বলেন, বাংলার মানুষ আজ পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে কাজ করছে । আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে ।
র্যালীর আগে জাতীয় শ্রমিক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ।