বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন,‘জননেত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আপনাদের প্রাণ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান আপনাদের সুখের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারই অনুপ্রেরণায় আমি আজ এখানে আপনাদের সেবা করতে এসেছি। আমি এখানে হাত তালি কিংবা বাহ্বা পেতে আসিনি। একজন নারী হিসেবে অন্য একজন নারীর প্রতি সহায়তার হাত বাড়াতে এসেছি। আপনাদের সেবা করতে পারলে আমরা নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যাতে এভাবেই সব সময় আপনাদের সেবা করে আপনাদের মুখে হাসি ফুটাতে পারি। এছাড়াও সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তার কিছু হলে দেশের উন্নয়ণের অগ্রযাত্রা থেমে যাবে।’
মঙ্গলবার সকালে সদর উপজেলায় বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণতালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দারিদ্রতা একটি জীবনকে পিছু টেনে রাখতে চায়। তবে যারা দারিদ্রতাকে জয় করে এগিয়ে যেতে পারে, তারাই সমাজে সফল ব্যাক্তি হিসেবে চিহ্নিত হয়। আমাদের সমাজে নারীরা এখনো নিজেদের অসহায় ভাবেন। তারা প্রতিনিয়তই ভুলে যান যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী। এছাড়াও বিরোধী দলীয় নেত্রী, মাননীয় স্পীকার থেকে শুরু করে দেশের সরকারী বেসরকারী বিভিন্ন ক্ষেত্রেই এখন নারীদের উল্লেখযোগ্য অবদান লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং নিজেদের অসহায় না ভেবে আমাদের এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠান শেষে সমাজ সেবা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩’শ ৫৩ জন প্রবীণের মাঝে বয়ষ্ক ভাতা, ১’শ ২১ জন বিধবা নারীর মাঝে বিধবা ভাতা, ৫’শ ৭৬ জনের মাঝে প্রতিবন্ধী ভাতা, ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রতিবন্ধী শিক্ষা ভাতাসহ প্রতিবন্ধীদের আইডি কার্ড এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা শিলু সাহা প্রমুখ।

