বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই খেলাধূলার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের কেউও খেলাধুলায় উৎসাহিত করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েরা জানতে পারবে বঙ্গবন্ধু সম্পর্কে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় বুধবার সকাল ১০টায় মাসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাব্বী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য সানজিদা খানন, জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. ছারোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আলী আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, (রাজ¯¦) এস এম নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, জেলা কালচারাল অফিসার সৈয়দা শাহিদা বেগম, সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, বন্দর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী হাবিব, রুপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা এ্যাথলেটিকস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খবির আহমেদ, সদস্য ফিরোজ মাহমুদ সামা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসির প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, ছেলেদের চেয়ে খেলাধুলায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সব ক্ষেত্রেই সমান অধিকার নিশ্চিত করছেন। নারীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে গুরুত্ব পূর্ণ পদে কাজ করছে।
তিনি আরও বলেন, যার গতিশীল নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ এই মহান ব্যক্তিকে বেহেস্ত নসিব করুক। আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিং মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যাতে করে ভবিষ্যত প্রজন্ম সুন্দর ভাবে এই দেশে বসবাস করতে পারে।
এ সময়ে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।