বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতি বৎসরের ন্যায় এবারও হয়রত খাঁজা মঈউদ্দিন চশতী(রঃ)এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে নারায়নগঞ্জ পশ্চিম দেওভোগ বেপারী মার্কটের ব্যবসায়ীদের উদ্যেগে উদ্যোক্তাদের পিতা মাতা এবং অত্র এলাকার কবর বাসীদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম দেওভোগ এলাকার বায়তুন নূর জামে মসজিদের মোতয়াল্লী আলহাজ্ব আহাম্মদ আলী বেপারী’র সভাপতিত্বে ইসলামের নানা দিক মহান আল্লাহ্ পাক রাব্বু আল আমিনের আদেশ নির্দেশ মূলক আলোচনা করেন পশ্চিম দেওভোগ এলাকার বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাজ্জাদ,সাকিম আলী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব আইয়ুব আলী, বায়তুল নূর জামে মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ কামাল হোসেন, পরিচালনা মো: এম এইচ পলাশ ব্যপারী।