BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
নভেম্বর ১১, ২০২৫
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

পঞ্চম ধাপে নির্বাচনী সহিংসতায় নিহত ১০

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ২৮, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
103720_1464420228কেন্দ্র দখল, গোলাগুলি, জাল ভোট, নির্বাচন বর্জন ও অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে সহিংসতায় এক সদস্য পদপ্রার্থীসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার সকাল ৮টায় এবার ৪৪ জেলায় ৭১৭ ইউপিতে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। নিহতদের মধ্যে জামালপুরে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, নোয়াখালীতে ২ জন ও কুমিল্লাতে ১ জন নিহত হয়েছে।

গত চার ধাপের নির্বাচনে সহিংসতায়ও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া নজিরবিহীন কারচুপির অভিযোগও ছিল। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম ধাপের নির্বাচন অনেকটা সুষ্ঠু করার আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনের শুরুর দিকে কিছুক্ষণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ঘোলাটে হতে থাকে। ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে অনেক জায়গা থেকে আসে সংঘর্ষের খবর। তবে দুপুরেই নির্বাচন কমিশনার আবু হাফিজ গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, ‘তুলনামূলক ভালো’ ভোট হচ্ছে।

জামালপুর : আজকের নির্বাচনী সহিংসতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৪ জন হলেন- নুরুল ইসলাম (৬৫), জিয়াউর রহমান (৩৫), মাজেদ (১৪) ও নবীরুল (১৫)। তাঁদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি উপজেলার কুতুবের চর গ্রামে। বাকি ৩ জনের বাড়ি একই উপজেলার শেখপাড়া গ্রামে। মাজেদ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর নবীরুল নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ জোরপূর্বক সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউজ্জামান রবিনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ আহত হন।

আহতদের মধ্যে পুলিশের এএসআই হান্নান, কনস্টেবল সোলায়মান আফতাবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ভর্তি করা হয়েছে মাহমুদুর, খুদু মিয়া, সখিজল শফিক, জাকিউলকে। বাকি আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো.ইয়াছিন নামে এক মেম্বার প্রার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নে মো.ইয়াছিন নামে এক মেম্বার প্রার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

নিহত ইয়াছিন বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর শাহ মীরপুর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এস আই জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন নামে একজনকে মৃত্যু ঘোষণা করেন।

এছাড়া শরীফ (৩২) ও আলম (২০) নামে দুজন গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তিনি জানান।

ঐ সংঘর্ষের জেরে আহত মোহাম্মদ হোসেন (৫০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই নিয়ে ওই সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।

এদিকে, পটিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক কেন্দ্রে সংঘর্ষের সময় ‘হৃদরোগে’ বাবুল শীল (৬৫) নামে এক ভোটারের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসাদ আলী ফকির মাজার সংলগ্ন মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সংঘর্ষের সময় মারা যান বাবুল। মোল্লাপাড়া এলাকার বাসিন্দা বাবুল সেলুনে কাজ করতেন।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বলেন, ভোট দিতে আসা ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানান ওসি।

তবে বাবুল শীলের ছেলে জিতেন শীল বলেন, সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ও নুরুল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় আমার বাবাকে মারধর করে মেরে ফেলা হয়।

এজন্য শফিকুল ইসলামের পক্ষের লোকজনদের দায়ী করেন জিতেন।

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গুলিতে এক কিশোর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে পালানোর সময় এক বৃদ্ধ মারা গেছেন।

উপজেলার জিরতলী ইউনিয়নে বাংলাবাজার কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. শাকিল (১৬)। শাকিল জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. মিলনের ছেলে।

তার দাদা মো. হারুন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ‘গুলি ছুড়লে’ শাকিল গুলিবিদ্ধ হয়। শাকিলকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে শাকিলের মৃত্যু হয়েছে। পুলিশ সেখানে কোনো গুলি ছোড়েনি, তাই পুলিশের গুলিতে শাকিলের মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন।

এদিকে রাজগঞ্জ ইউনিয়নের দারুল উমল ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের সামনে র‌্যাবের ধাওয়া খেয়ে সবার সঙ্গে পালানোর সময় দেয়ালে মাথায় আঘাত পান সৈয়দ আহম্মদ নামে (৬০) এক ব্যক্তি।

তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজেদ।

কুমিল্লা : কুমিল্লার তিতাস উপজেলার বরামপুর ইউনিয়ন পরিষদে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার বিকাল ৩টার দিকে বলরামপুরের নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে হত্যার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সরকার। নিহতের সমর্থকদের দাবি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নূর নবীর সমর্থকেরা এ হত্যাকাণ্ড ঘটান।

এছাড়া কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বদরচর ইউনিয়নের বিকিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অস্ত্রের মুখে ৫০০ ব্যালট ছিনতাই করেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ নয়জন আহত হয়েছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল আলিম বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ফিল্মি কায়দায় বুথে ঢুকে পড়ে। এ সময় আমার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য নির্বাচনী কর্মকর্তাদের মারধর করে ব্যালট ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ঘটনায় সাময়িকভাবে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আফানিয়া কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় হাতেনাতে আটক করে এক সহকারী প্রিসাইডিং অফিসারের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ ইউপি নির্বাচনে ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে জালভোট দেয়ার অভিযোগে ১১ জনকে আটক করে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া চট্টগ্রামের পটিয়া, লক্ষ্মীপুরসহ অনেক স্থানে সংঘর্ষ হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

পরে

প্রাণহানি বাড়লেও সিল মারা কমেছে : সিইসি

আগে

আলীগঞ্জের এ মাঠ হবে শেখ রাসেল স্টেডিয়াম-শ্রমিকনেতা পলাশ

আগে

আলীগঞ্জের এ মাঠ হবে শেখ রাসেল স্টেডিয়াম-শ্রমিকনেতা পলাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.