নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার সকাল ১১টায় বন্দরের নারী কর্মীদের সঙ্গে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুল হক আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কল্যান্দীস্থ আজিজুল হকের বাগান বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় পার্টির নেত্রী শারমিন ইসলাম,সালমা চৌধুরী,আঞ্জুমান আরা বেগম,রীনা খান,আখি বেগম,শাহিদা বেগম,চম্পা বেগম,হোসেনে আরা বেগম,মিসেস সাহিদা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। সভায় মতবিনিময়কালে আজিজুল হক আজিজ বলেন,কলাগাছিয়াবাসীর প্রতি আমার অনুরোধ যাকে দিয়ে ইউনিয়নের উন্নয়ন হবে তাকেই যেন ভোট দেয়া হয়। কোন অযোগ্য ব্যাক্তিকে ভোট না দেয়ার আহবান রইল। তবে অভয় দিচ্ছি নির্বাচিত হলে কলাগছিয়াবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। এর আগে তিনি রোববার রাতে সেলসারদী এলাকায় গণসংযোগ করেন। সেখানে গণসংযোগে অংশ নেন হাজী মোঃ মকবুল হোসেন,মোঃ লিয়াকত হোসেন,মোঃ রহিমউদ্দিন,মোঃ মনির হোসেন,মোঃ ইউসূফ আলী,দীল মোহাম্মদ,দীন ইসলাম,আব্দুল মতিন,আব্দুল মাজেদ,মোঃ হযরত আলী ও মোঃ আলী বাহার,প্রমুখ। সেখানে গিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করেন।