বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনী এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, দেয়াল লিখনসহ সব ধরনের প্রচারণা কাজ নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলরদের নিজ নিজ উদ্যোগে এই নির্দেশ পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই আদেশ মানা না হলে তা নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। বিধি অনুযায়ী এ ধরনের অপরাধে প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।
গত সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।