বিজয় বার্তা ২৪ ডট কম
দল কি সঠিক মুল্যায়ন করছে দলের নিবেদিত লোকদের। দলে এখন এক প্রকার লোক যারা দিনে আওয়ামিলীগ ও রাতে আওয়ামী বিরোধীদের সাথে আতাত করছে তারা বোক ফুলিয়ে উচ্চকণ্ঠে দলের নিবেদিত কর্মীদের বিরুদ্ধে কথা বলছে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম। বৃহষ্পতিবার রাতে সম্প্রতি নারায়ণগঞ্জের আওয়ামীলীগের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি তার ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন।
পোষ্টে তিনি আরো বলেন, আমার এই ছোট্ট ৩৪ বছরের রাজনৈতিক জীবনে অনেক আন্দোলন সংগ্রামে স্বশরীরে অংশগ্রহণ করেছি। সামনে থেকেই সকল পরিস্থিতি মোকাবেলা করেছি। কখনো ক্লান্ত হইনি। ক্ষমতায় আসবো এ চিন্তাও করিনি। স্বপ্ন ছিলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। গনমানুষের নেতা জননেতা শামীম ওসমানের নির্দেশনায় সঠিক পথে পরিচালিত হয়েছি। দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু তারপরেও এখন একটা ভয় কাজ করছে।
তিনি আরো বলেন, প্রশ্ন জাগছে মনে, দল কি সঠিক মুল্যায়ন করছে দলের নিবেদিত লোকদের। দলে এখন একপ্রকার লোক যারা দিনে আওয়ামিলীগ ও রাতে আওয়ামী বিরোধীদের সাথে আতাত করছে তারা বোক ফুলিয়ে উচ্চকণ্ঠে দলের নিবেদিত কর্মীদের বিরুদ্ধে কথা বলছে। হামলা ও মামলাও করছে। এটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানেন?? যারা দলের সাংগঠনিক দায়িত্বে আছেন তারাও কি প্রধানমন্ত্রী কে জানিয়েছেন?? যদি তারা না জানিয়ে থাকেন তবে আমি মনে করি প্রধানমন্ত্রী যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন তারা অন্যায় করছেন,, বিশ্বাস ঘাতকতা করছেন। এটা ঠিক না।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ফুটপাত ইস্যুতে সংঘর্ষের ঘটনায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্ঠার অভিযোগ এনে আদালতে সাংসদ শামীম ওসমানের অনুসারী শাহ নিজাম সহ ৯ জনের নাম উল্লেখ করে ১ হাজার অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় মামলার অভিযুক্ত নয় জন আদালতে জামিন আবেদন করলে এক সপ্তাহের জন্য প্রাথমিকভাবে জামিন পেয়েছেন। এদিকে দীর্ঘ ২২ মাস পর শামীম ওসমানের অনুসারীদের বিরুদ্ধে হকার ইস্যুতে এমন মামলা করায়। গুঞ্জন শোনা যাচ্ছে মেয়র আইভীর সমর্থকদের বিরুদ্ধে একাধীক মামলা দায়ের করা হতে পারে।