বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রূপবাহার (৭৫), নামে এক অসহায় বৃদ্ধাকে শারীরিক চিকিৎসা ও একটি বসতঘর নির্মাণ করে দিলেন সোনারগাঁও থানা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. মঞ্জুর কাদের ,সনমান্দি ইউ পি,চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, ও জেলা পরিষদের মেম্বার মো. নুরে আলম খান , মমিন মেম্বার, মহিলা মেম্বার লুৎফা দেওয়ান কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধা রূপবাহারকে নির্মাণকৃত ঘরটি হস্তান্তর করা হয়। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বক্তব্যে বলেন মানুষ মানুষের জন্য , আজকে মানুষের বিবেক আছে বলে এমন মহান কাজ পুলিশ করতে পারে, এক সময় মানুষ পুলিশকে দেখে দুরে থাকতো, কারন কোন বিপদে পড়ে যায়, কিন্তু সোনারগাঁ থানা ওসি মঞ্জুর কাদের আসার পর মাদক মুক্ত হয়েছে, ইতি পূর্বে ৫৬৩ টি মদক বিক্রেতাকে সাজা দিযেছে, আজ সোনারগাঁ মাদক মুক্ত। এখন পুলিশ জনগনের বন্ধু, তিনি আরো বলেন আমি সনমান্দি জন্য সারা জিবন কাজ করে যাব, মাত্র ৬ মাসে আমি অনেক গুলি রান্তার কাজ করেছি। তিনি রূপবাহার সম্বধ্যে বলেন আমি যখন শুনেছি তৎপর বয়সকর ভাতা দিয়েছি। আমি সবধাই খেয়াল করে যাব। এ সময় উপস্থিত লোকজনদের সঙ্গে নিয়ে মিলাদ-মাহফিল আয়োজন করা হয়। পুলিশের এএসআই আবুল কালাম আজাদের এমন মহত্ত্বতা দেখে সোনারগাঁওয়ের সাধারণ মানুষের মুখে মুখে দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে বলে এলাকাবাসীর অভিমত।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পুলিশের এএসআই আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তিনি জানান, গত ২৭ জানুয়ারী সনমান্দি পূর্ব পাড়া মসজিদের জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গী ও মাদক বিরোধী আলোচনা শেষে থানায় ফিরছিলেন। এ সময় পথে মধ্যে জনৈক এক ব্যক্তি জানায় যে, রূপবাহার নামে একজন অসহায় বৃদ্ধা মহিলা মানবেতর জীবন যাপন করছে। এ খবর পেয়ে এএসআই আবুল কালাম আজাদ অসুস্থ্য বৃদ্ধা রূপবাহারকে দেখতে যান। পরে জরাজীর্ন একটি ঘর থেকে অসুস্থ্য রূপবাহারকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে তাকে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করে সুস্থ্য করে তোলেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বৃদ্ধা রূপবাহারের কোন স্বামী, ছেলে, মেয়ে ও আত্মীয়স্বজন নেই। তাই এএসআই আবুল কালাম আজাদ তার নিজের ভবিষৎতের তহবিল (জিপিএফ) ফান্ডের জামানো টাকা উত্তোলন করে একটি সুন্দর ঘর নির্মান ও ঘরের আসবাবপত্র কিনে দেন বৃদ্ধা রূপবাহারকে।