বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ শামীম ওসমানের ছেলে এ.কে.এম আয়ন ওসমান এর নিজস্ব আর্থায়নে মাস ব্যাপীর কর্মসূচির অংশ হিসেবে আজও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেসিন এর মাধ্যমে এই মশার ঔষধ দেওয়া হয়।
সোমবার বিকেলে এই মশক নিধন কর্মসূচিতে এই মশার ঔষধ ছিটানো হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইফতেখার আলম খোকন,কাউন্সিলর ১০ নং ওয়ার্ড ও সহ-প্রচার সম্পাদক নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগ। আরও উপস্থিত ছিলেন মোঃমাহাবুব চাচা,কালাম মিয়া, শমীম, আমজাদ, আঃসামাদ, সাহা্রিয়ার রহমান বাপ্পি, মোঃ খাজা, মোঃ সিজান, সায়েম, কাজল, সজিব, রাতুল, সারজিল ও মোঃবাবু।
এসময় ডেঙ্গু প্রতিরোগে উক্ত এলাকার জনগনকে বিভিন্ন সচেতনামূলক বিষয় তুলে ধরা হয়।