বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জকে সকল ধর্মের মানুষের মিলন মেলা বলে আখ্যায়িত করেছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ শুধু ঐতিহাসিকভাবে শিল্পনগরী নয়, নারায়ণগঞ্জ হচ্ছে সকল ধর্মের মানুষের মিলনমেলা। এখানে সকল ধর্মের মানুষ তার অধিকার, তার কথা তার চালচলন নির্দ্বিধায় পালন করতে পারে। আমরা পুলিশ বাহিনী আপনাদের কাজে অংশগ্রহণ করতে পারে নিজেকে গর্ববোধ মনে করি।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের পালপাড়া এলাকায় নব উদয় সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সদর থানা ওসি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা ও সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা প্রমূখ।