বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার এই কমিটি ঘোষনা করা হয়। এর আগে সোমবার বিকেলে সাবেক সাংসদ আবুল কালামকে সভাপতি ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যানরা সদস্যরা হলেন সহ সভাপতি পদে এড. সাখাওয়াত হোসেন খাঁন, নুরুল ইসলাম সরদার, আতাউর রহমান মুকুল, হাজী নূরউদ্দিন, এড. জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির, ফখরুল ইসলাম মজনু, বেগম আয়েশা আক্তার, যুগ্ম সম্পাদক পদে আজহারুল ইসলাম বুলবুল, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক পদে আবদুস সবুর খান সেন্টু, শওকত হাশেম শকু, আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক পদে আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, মাহাবুবউল্লাহ তপন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক হান্নান সরকার, প্রচার সম্পাদক সুরুজ্জামান সহ ২৩ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির কমিটির তালিকা প্রকাশ করা হয়।
প্রসঙ্গগত, ২৩ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠন করার নির্দেশ দেন কেন্দ্রিয় বিএনপি।