বিজয় বার্তা ২৪ ডট কম
কেন্দ্রিয় কর্মসূচির ডাকা ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের ডিআইটি এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া এসে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, সদস্য সচির গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গিয়াসউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমান আমাদের উপর আস্থা ও ভরসা রেখে আমাদের জেলা বিএনপির কমিটি দিয়েছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মী ও সমর্থক নতুন করে জেগে উঠেছে। তার প্রমান আজকের বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য ও মানুষের কল্যাণে জন্য আন্দোলন সংগ্রামে অবর্তীণ হয়েছে। সারা দেশের মানুষ বিশ^াস করে স্বৈরশাসনের অবসান, গনতন্ত্রকে প্রতিষ্ঠা করা, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, অর্থনীতিকে চাঙা করা, সাধারণ মানুষের দারিদ্র মোচনের একমাত্র ঠিকানা হল বিএনপি। এই বিএনপি ছাড়া আর কোন দলে দিয়েই তা সম্ভব নয়।
বিএনপির কর্মসূচি ও সমাবেশ প্রসঙ্গে বলেন, হাজার হাজার মানুষ বিএনপির সকল কর্মসূচিতে আজ অংশগ্রহন করছে। সকল বাধা অতিক্রম করে তারা অংশগ্রহন করছে তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকল মানুষ সমাবেশগুলোতে ২ দিন আগে থেকেই সকল বাঁধা অতিক্রম করে অংশগ্রহন করছে।
হত্যা নির্যাতন প্রসঙ্গে তিনি আরো বলেন, হত্যা নির্যাতন যা করছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। কোন অবস্থায় গনতন্ত্রকে বিপন্ন করে হত্যা নির্যাতন করে দেশের মানুষকে চাপিয়ে রাখা সম্ভব নয়। আমরা তাই দেশের সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই। গনতন্ত্র অনুশীলন করার জন্য প্রয়োজন সুষ্ঠু ধারার রাজনীতি। আমরা চাই শান্তিপূর্ন পরিবেশে রাজনীতি। আসুন অতীত ভুলে গিয়ে আমরা গনতান্ত্রিক ধারার শান্তিপূর্ন রাজনীতি প্রতিষ্ঠা করি। হুমকি ধামকি দিয়ে নৈরাজ্য করে কখনো কেউ মানুষের সমর্থন কেউ পায়না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, আমরা কোনভাবেই চাইনা সরকারী দলের কান্ড কর্মকান্ডের কারনে মানুষের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। আমরা তাদের মত এমন অবস্থা চাইনা। তাই আমাদের নেতাকর্মীদের আহŸান আপনারা কোন জায়গায় নিজেদের প্রতিপত্তি, নিজেদের ধাম্ভিকতা প্রদর্শন করবেন না। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন তাহলে মানুষের দোয়াও পাওয়া যাবে আবার আমাদের দলের সমর্থনও বেড়ে যাবে